আজকের খেলা ডেস্ক:
মাঠে লাঙল দিচ্ছন ভারতকে তিনটি বৈশ্বিক ট্রফি এনে দেয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেট মাঠে নয় চাষের মাঠে লাঙল দিচ্ছেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই পর্দার আড়ালে চলে গেছেন ভারতীয় দলের অন্যতম সফল এই অধিনায়ক। জাতীয় দলের হয়ে কিংবা ঘরোয়া ক্রিকেটেও খেলেন না। আবার অবসরও নেননি। শোনা যায় তিনি আবারও জাতীয় দলে ফিরতে চান। এসব বিষয়ে একবারও মুখ খোলেননি ধোনি। তবে মাঝেমধ্যে তার ব্যক্তিজীবনের ছবি আর ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার যেমন তাকে দেখা গেল কৃষক রূপে, মাঠে ট্রাক্টর চালাতে।
ভারতকে দুটি বিশ্বকাপ আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক ধোনি এখন লকডাউনের মাঝে নিজের খামারবাড়িতে অবস্থান করছেন। কিছুদিন আগে তার স্ত্রী সাক্ষী এক লাইভে বলেছিলেন, সময় কাটাতে ধোনি নাকি নিজের বাইকগুলো প্রতিদিন খোলেন আর জোড়া লাগান। তবে এবার জানা গেল, ধোনি তার বাইক খোলা ছাড়াও আরও কাজ করেন। সেটা হলো জমিতে লাঙল দিয়ে চাষ করা!
টুইটারে ‘এমএস ধোনি ফ্যানস অফিশিয়াল’ নামের পেজ থেকে ছড়িয়েছে ধোনির এই চাষবাস করার ছবি-ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ফার্ম হাউজে ট্রাক্টর চালিয়ে ধোনি জমিতে লাঙল দিচ্ছেন।
ধোনি ক্রিকেটে ফিরবেন কিনা এমন চিন্তায় ভক্তদের অবস্থা খারাপ হলেও তিনি বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন।
একে/কা