২০১১ বিশ্বকাপে ভারত–শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি ফিক্সিং হয়েছিল কিনা সেটা বের করতে এবার আনুষ্ঠানিক তদন্ত শুরু করল শ্রীলঙ্কা। আগেই বিষয়টি জানানো হয়েছিল। গত মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কেডিএস রুয়ানাচন্দ্রা সংবাদসংস্থা এএফপিকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরুর কথা জানান। তিনি বলেন, ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে। ক্রীড়া সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে একটি স্বাধীন তদন্তকারী দল বিষয়টি তদন্ত করবে।‘
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সেই সময়ে প্রধান নির্বাচক অরবিন্দ ডিসিলভাকে। ভারতের ওই বিশ্বকাপ জয় নিয়ে এর আগেও অর্জুনা রানাতুঙ্গার মতো কিংবদন্তিরা প্রশ্ন তুলেছিলেন। কিছুদিন আগে সেই সময়ের শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী মহিন্দ্রানন্দ আলুথগামাগের একটি মন্তব্যের পর কঠোর অবস্থানে যায় লঙ্কান সরকার। আলুথগামাগে দাবি করেছিলেন, ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করে দিয়েছে শ্রীলঙ্কা।
সাবেক ক্রীড়ামন্ত্রীর এসব মন্তব্য গত সপ্তাহে নথিভুক্ত করেছেন তদন্তকারী কর্মকর্তারা। প্রথম দফায় আলুথগামাগে বলেছিলেন, ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ফিক্সিং হয়েছিল। দায়িত্ব নিয়ে একথা জানাচ্ছি। কেউ আমাকে তর্ক–বিতর্ক আলোচনায় ডাকতেই পারে। সব ক্রিকেটাররা এতে জড়িত ছিল না। তবে দলের একটা অংশ এই কাজে যুক্ত ছিল।‘
এরপর সমালোচনা শুরু হলে তিনি আবারও বলেন, ‘আমি ক্রীড়ামন্ত্রী থাকাকালীন এটা ঘটেছিল। নিজের বক্তব্যে আমি অনড় থাকবো। দেশের স্বার্থে এই বিষয়ে পুরোটা বলছি না। ২০১১ সালের ভারতের বিরুদ্ধে ফাইনাল আমরা জিততেই পারতাম। ম্যাচটা ফিক্সিং হয়েছিল।