আজকের খেলা ডেস্ক:
পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খানের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেছেন সাবেক জিম্বাবুয়ে তারকা গ্রান্ট ফ্লাওয়ার। যিনি ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত টানা ৫ বছর পাকিস্তান দলের ব্যাটিং কোচ ছিলেন। পাকিস্তানের ড্রেসিংরুমে কয়েকজন বেপরোয়া ক্রিকেটার ছিলেন। তাদের মধ্যেই একজন ইউনিস খান।
এক ক্রিকেট পডকাস্টে গ্রান্ট ফ্লাওয়ার বলেন, ‘ইউনিস খানের আচরণ খুর রূঢ় কিন্তু তার ক্যারিয়ার দুর্দান্ত। ব্রিসবেনের একটা ঘটনার কথা মনে পড়ছে। সেই সময়ে ব্রেকফাস্ট টেবিলে ব্যাটিং নিয়ে কিছু একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। হয়ত ওর ক্যারিয়ারের কাছে আমার আন্তর্জাতিক পরিসংখ্যান কিছুই নয়। ও পাকিস্তানের টেস্টে সর্বোচ্চ রানের মালিক। কিন্তু সে আমার পরামর্শ ভালোভাবে নেয়নি। রীতিমতো ছুরি নিয়ে আমার দিকে তেড়ে আসে! ‘ইউনিস আমার গলায় ছুরি চেপে ধরে। মিকি আর্থার আমার পাশেই বসে ছিলেন। উনি শেষ পর্যন্ত থামান। কোচিং জিনিসটাই ইন্টারেস্টিং। অনেক অভিজ্ঞতার সাক্ষী থেকেছি। শিখেছিও অনেক বিষয়।