আজকের খেলা ডেস্ক:
করোনা পটিজিভ হয়ে ‘হ্যাট্রিকে’র শিকার হয়েছেন পাকিস্তানের ডানহাতি পেসার হারিস রউফ। খেলার মাঠের বাইরে হওয়া এ যেনো এক অন্যরকম হ্যাট্রিক।
টানা তৃতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন এই পেসার।
সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, তৃতীয় দফায় তরুণ ব্যাটসম্যান হায়দার আলী ও পেসার ইমরান খানের রিপোর্ট নেগেটিভ এলেও করোনা মুক্ত হতে পারেননি হারিস রউফ। টানা তিনবারই করোনা পজিটিভ হয়েছেন হারিস। তাই অন্যান্য সব খেলোয়াড় থেকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে তাকে। ওদিকে বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টির পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, শনিবার (৪ জুলাই) লাহোরে হায়দার ও ইমরানের সঙ্গে ফের পরীক্ষা করা হবে কাশিফের। যদিও আগের পরীক্ষায় নেগেটিভ এসেছিল তার। আর ফলাফল ফের নেগেটিভ এলেই এই তিন ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠাবে পিসিবি।
ইতিমধ্যে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ সদস্যের পাকিস্তান দল ইংল্যান্ডে পৌঁছেছে। উস্টারশায়ারে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার মধ্যেই তারা অনুশীলন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে শুরু হবে পাকিস্তানের টেস্ট মিশন।