আজকের খেলা ডেস্ক:
দিল্লিতে পাকিস্তানি হিন্দু শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ৪ জুলাই হঠাৎ করেই শরণার্থীদের কলোনিতে উপস্থিত হন ধাওয়ান। নিজ হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন এই ক্রিকেটার। শৌচাগারের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। করোনা মহামারির মধ্যে লকডাউনে অনাহারে দিন কাটাতে থাকা শরণার্থীদের দুর্দশার কথা শুনতে পেয়ে নিজেই সাহায্যে এগিয়ে এসেছেন ধাওয়ান।
প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার সঙ্গে শরণার্থী শিশু-কিশোরদের জন্য ক্রিকেট সরঞ্জামও দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে ধাওয়ান বলেন, ‘আমার এক বন্ধু এই উদ্বাস্তু শিবিরে থাকা মানুষগুলোর দেখাশোনা করে। ওকে দেখেই আমি এগিয়ে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আমার স্পনসর সংস্থাকে বলেছি, এখানকার বাচ্চাদের যেন ভবিষ্যতেও ক্রিকেটের সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করা হয়।’
শরণার্থীদের মুখে হাসি ফোটাতে পেরে ধাওয়ানও খুশি, ‘সবাই আমাকে দেখে শুরুতে চমকে গিয়েছিল। ওরা আমাকে দেখে খুব খুশি হয়েছে আর আমিও ওদের খুশিটা অনুভব করছিলাম। আমার গোঁফ আর উদ্যাপন নিয়ে তাদের অনেক কৌতূহল। আমার খেলা ও উদযাপন ওদের খুব পছন্দ।’
ধাওয়ান ছাড়াও বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, ইরফান পাঠানরা করোনাভাইরাস মহামারির এই দুর্দিনে অসহায়ের পাশে দাঁড়িয়েছেন।