আজকের খেলা ডেস্ক:
টি-টোয়ৈন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি এখনো সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। এতে অনেকটাই বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা বিশ্বকাপের অপেক্ষায় থেকে আইপিএল বাতিল করতে রাজি নয়। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত হওয়ার আগেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বিসিসিআই। বিসিসিআইয়ের ধারণা, আইপিএল আয়োজন বানচাল করতে ইচ্ছাকৃতভাবে আইসিসি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত দিচ্ছে না।
করোনা পরিস্থিতিতে বিশ্বকাপের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, এ বছর সেদেশে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নেই। কিন্তু, আইসিসি সরকারিভাবে এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের কথা ঘোষণা করেনি। এ মাসেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক হওয়ার কথা আইসিসির। কিন্তু তার আগেই ধৈর্য হারাল ভারতীয় বোর্ড। ভারতীয় বোর্ডের ইচ্ছা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হলে ওই সময় আইপিএল আয়োজন করা। আর আইসিসির সিদ্ধান্ত নিতে দেরি করা মানে আইপিএলের জন্য বরাদ্দ সময় কমে যাওয়া।
এসব কারণে আর অপেক্ষা করতে রাজি নয় বিসিসিআই। বিশ্বজুড়েই এখন ঘরোয়া খেলাধুলর ওপর জোর দেওয়া হচ্ছে। বুন্দেসলিগা শুরু হয়েছে। স্প্যানিশ লিগ শুরু হয়ে গিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগও শুরু হয়ে গেছে। আবার ইউরো এবং অলিম্পিকের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট পিছিয়ে গেছে। আসলে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্টের থেকে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা অনেক সহজ। এসব যুক্তি দেখিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেছেন, ‘আইসিসির ঢিলেমি বিরক্তিকর পর্যায়ে চলে গেছে। তাই আমরা আর অপেক্ষা না করে আইপিএলের প্রস্তুতি শুরু করছি।’