আজকের খেলা ডেস্ক:
ক্রিকেটাররা ঘরবন্দী। এই খবর পুরনো হয়ে গেছে। নতুন খবর হচ্ছে বন্দীদশা কাটিয়ে মাঠে হাজির মুশফিকুর রহিম। মাঠের টান আর উপেক্ষা করতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিক। যিনি নিজেকে ফিট রাখতে অসম্ভব পরিশ্রম করেন। অনুশীলনে সবার চেয়ে বেশি সময় দেন। একদিন ব্যাট করতে না পারলে তার দম বন্ধ হয়ে আসে। সেই মুশফিককেই কিনা করোনাভাইরাসের কারণে মাসের পর মাস ঘরে বসে থাকতে হচ্ছে! শুধু মুশফিকই নন, অন্যদেরও একই অবস্থা। শেষ পর্যন্ত আর ঘরে থাকতে পারলেন না মুশফিক।
দীর্ঘ বিরতি শেষে ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক চলে এসেছেন প্রিয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যে মাঠে খেলা সর্বশেষ টেস্টে তিনি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যে ডাবল সেঞ্চুরিটা ছিল অনেক সমালোচনার জবাব। তাই হোম অব ক্রিকেটের সবুজ গালিচায় পা রেখে তিনি বেশ আপ্লুত। সেই মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অসাধারণ এই মাঠকে খুব মিস করছি। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কখন আবার অনুশীলন শুরু করতে পারব।’
করোনাভাইরাসের কারণে গত ১৫ মার্চ থেকে দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে আছে। ক্রিকেটাররা সবাই ঘরবন্দী হয়ে আছে। কবে খেলা শুরু হবে কেউ জানে না। তবে বিসিবি পরিকল্পনা করছে, ঈদের পরে ক্রিকেটারদের মাঠে ফেরাতে। যদিও সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। এদিকে বসে নেই বিসিবি। দেশের মাঠগুলো সংস্কার করে প্রস্তুত করে ফেলা হয়েছে। এখন সরকার সবুজ সংকেত দিলেই মুশফিকরা মাঠে ফিরতে পারবেন।