আজকের খেলা ডেস্ক:
এবছরের এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে গতকাল। তবে এক দিন আগে এই কথা জানিয়ে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এ নিয়ে বিতর্ক থামছে না। বিতর্কের কারণ আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন গত বুধবার সৌরভ একটি চ্যাট শোতে জানিয়ে দেন, এ বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে না। এ নিয়ে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আগ বাড়িয়ে সৌরভের এশিয়া কাপ বাতিলের ঘোষণাটা পছন্দ হয়নি পাকিস্তানিদের। দেশটির সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লফিত তো বিরাট ক্ষেপে গেছেন। সৌরভকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘এশিয়া কাপ হবে কি না, এই সিদ্ধান্ত নেওয়ার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। অত্যধিক ক্ষমতা দেখালে তাতে এশিয়ার দেশগুলোর শুধু ক্ষতিই হবে। গাঙ্গুলীর উচিত ভারতের ক্রিকেট ও আইপিএলে মন দেওয়া।’
এর আগে পিসিবি মিডিয়া বিভাগের প্রধান সামিউল হাসান সৌরভের বক্তব্যকে ভিত্তিহীন বলেছিলেন। পরে অবশ্য তিনি বক্তব্য প্রত্যাহার করেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টির এশিয়া কাপ ২০২১ সালের জুনে আয়োজন করতে চায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এ বছর এশিয়া কাপ শ্রীলঙ্কার সঙ্গে অদল-বদল করেছিল পাকিস্তান। এবারের আসর শ্রীলঙ্কায় হবে এবং পরের বছরের আসর হবে পাকিস্তানে।