আজকের খেলা ডেস্ক:
৯০ হাজার ডলার দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি দল থেকে বড় অংকের এই প্রস্তাব পেয়েছিলেন তিনি। বিভিন্ন কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেয়ার কথা জানিযেছেন তামিম।
সিপিএল এর ফ্র্যানচাইজিটি ৯০ হাজার ডলারের প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারণ হিসেবে তামিম জানিয়েছেন, ‘প্রথমত আমি ঢাকা প্রিমিয়ার লিগের একটি দলের সংগে চুক্তিবদ্ধ। এখন হুট করে প্রিমিয়ার লিগ শুরু হলে ক্লাবটিকে বঞ্চিত করা হবে। দ্বিতীয়ত, পরিবার। ওখানে চার্টার্ড ফ্লাইটে দলগুলো যাতায়াত করবে। এখন যদি জরুরি কোনো পরিস্থিতিতে দেশে আসতে হয়, তা সম্ভব হবে না।’
এসব কারণেই ৯০ হাজার ডলারের চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিতে হয়েছে তামিমকে।