আজকের খেলা ডেস্ক:
ভারতের সেরা অধিনায়কের নাম সৌরভ গাঙ্গুলী। কিন্তু মহেন্দ্র সিং ধোনির অবদান ফেলে দেওয়ার নয়। কারণ ধোনি দুটি বিশ্বকাপসহ তিনটি শিরোপা জিতেছেন। বিষয়টি নিয়ে এ বার মুখ খুললেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। তার মতে, সৌরভই সেরা অধিনায়ক।
এক চ্যানেলের ক্রিকেট শোতে পার্থিব বলেছেন, ‘একজন অধিনায়ক অনেক ট্রফি জিতেছেন। অন্য অধিনায়ক তৈরি করেছেন দল। ২০০০ সালে সৌরভ গাঙ্গুলী যখন অধিনায়ক হন, ভারতীয় ক্রিকেট তখন কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখান থেকেই সৌরভ এমন দল তৈরি করেছিলেন, যারা টেস্ট বিদেশে জিতেছিলেন। এমন নয় যে আমরা তার আগে বিদেশে জিতিনি। কিন্তু সৌরভের আমলে আমরা হেডিংলিতে টেস্ট জিতেছি, অস্ট্রেলিয়ায় জিতেছি। পাকিস্তানে গিয়েও টেস্ট সিরিজ জিতেছি।’
সৌরভের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া পার্থিব আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালের বিশ্বকাপে কেউ ভাবতেই পারেনি যে ভারতীয় দল ফাইনালে উঠবে। অন্যদিকে ধোনি অনেক ট্রফি জিতেছে। সেই একমাত্র অধিনায়ক যে এতগুলো ট্রফি জিতেছে। তারপরেও আমাকে যদি ভোট দিতে বলা হয়, তবে দাদাকেই দেব। কারণ তিনি শূন্য থেকে শক্তিশালী একটা দল তৈরি করেছিলেন।’
সংখ্যার বিচারে মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য সৌরভের চেয়ে এগিয়ে। ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে ধোনি জিতেছেন ২৭টিতে, হেরেছেন ১৮টিতে। সৌরভ ৫০ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২১টিতে, হেরেছেন ১৩টিতে। ওয়ানডে ক্রিকেটে ১৪৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে সৌরভ জিতেছেন ৭৬টিতে। ২০০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনি জিতেছেন ১১০টিতে। বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ধোনি। তবে বিশ্বকাপ শিরোপার কাছে গিয়েও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি সৌরভের।