আজকের খেলা ডেস্ক:
বিশ্বব্যাপি করোনাভাইরাসের কারণে বদলে গেছে অনেক কিছু। এতে বাদ যাচ্ছে না খেলাধুলাও। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) নতুন নিয়মের তালিকা মেনেই ১১৬ দিন পর মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। গত ৮ জুলাই থেকে সাউদাম্পটন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু হয়েছে ক্রিকেটের। করোনাভাইরাসের কারণে সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্যই কড়া নিয়ম করে আইসিসি। ক্রিকেটের প্রধান সংস্থার করা নিয়মগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল- বলে থুতু না লাগানো।
সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে বলে থুতু লাগানোর ঘটনা ঘটেনি। কিন্তু ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন বলে থুতু লাগানোর ঘটনা ঘটেছে। ঘটনাটা ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪১ ওভার শেষে। ইংল্যান্ডের সিবলি থুতু দিয়ে বল পালিশ করেন। পরক্ষণেই সিবলি বুঝতে পারেন, ভুল করেছেন তিনি। এরপরই ইংল্যান্ডের ক্রিকেটাররা অন-ফিল্ড আম্পায়ারদের বিষয়টি জানান। সিবলির কাণ্ড শুনে স্যানিটাইজ ওয়াইপার (অ্যালকোহলে ভেজানো টিস্যু) দিয়ে বল ভাল করে মুছলেন অন-ফিল্ড আম্পায়াররা।
করোনাকালে চলমান ম্যাচে আইসিসির নতুন নিয়ম চালু হওয়ার পর ইংল্যান্ডের সিবলিই প্রথম ক্রিকেটার হিসেবে বলে থুতু পালিশ করলেন। তবে সিবলি বা ইংল্যান্ডকে কোনো জরিমানা বা অন্য কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। কারণ আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, দুই বারের বেশি বলে থুতু লাগালে ওই দলের ৫ রান জরিমানা করা হবে। চলতি টেস্টসহ আগামী আগস্ট পর্যন্ত আরও চারটি টেস্ট রয়েছে ইংল্যান্ডের। তাই এসব ম্যাচে আবারো বলে থুতু ব্যবহার করলেই পাঁচ রানের জরিমানার শংকা থেকেই যাচ্ছে।