আজকের খেলা ডেস্ক:
ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ-ভীতি কাজ করছে অস্ট্রোলিয়া দলে। আগামী ডিসেম্বরে নিজ মাঠে অনুষ্ঠেয় সিরিজে ভারতীয় পেসার বুমরাহকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। তার মতে, ভারতের বোলিং লাইন-আপের অন্যতম সেরা পেসার বুমরাহ। তাকে সামলানো বড় চ্যালেঞ্জ হবে। গত সিরিজে দেশের মাটিতে ভারতের কাছে ২-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। তাই আগামী সিরিজে জয় ছাড়া তারা অন্য কিছুই ভাবছে না। তারা চিন্তায় আছে ভারতের পেস আক্রমণ নিয়ে। গত কয়েক বছর ধরে ভারতকে বেশিরভাগ ম্যাচ জিতিয়েছেন পেসাররাই।
জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব ও ভুবেনশ্বর কুমার- এখন ভারতীয় পেস আক্রমণের মূল স্তম্ভ। এদের মধ্যে বুমরাহ ভীতি কাজ করছে লাবুশেনের। ব্রিসবেনে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী লাবুশেন বলেন, ‘ভারতীয় দলে অনেক ভালো বোলার রয়েছে। এর মধ্যে বুমরাহকে খেলাই সবচেয়ে বেশি কঠিন। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে একটানা বল করে সে। পরিস্থিতি বুঝে সুইংও করতে পারে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভালো করে পড়তে পারে বুমরাহ। তার ডেলিভারিগুলো কোণাকুণি উইকেটে আসায় ব্যাটসম্যানেরা সমস্যায় পড়ে। ভারতীয় দলের বোলিং আক্রমণের নেতা বুমরাহ।’
বুমরাহর সঙ্গে ইশান্ত ও শামির প্রশংসাও করেন লাবুশেন। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে দারুন বল করছেন ইশান্ত-শামি। গত অস্ট্রেলিয়া সফরে ডান হাতি ব্যাটসম্যানদের কোণাকুণি বল করে সমস্যায় ফেলেছেন তারা। যা সামলানো আমাদের কাছে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আর শামির লাইন-লেন্থ বোলিংও আমাদের ব্যাটসম্যানদের জন্য চিন্তার কারণ। এছাড়া শামির বাউন্সারও বেশ কার্যকরী।’
ভারতের পেস আক্রমণ নিয়ে চিন্তায় থাকলেও, পরের সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদি লাবুশেন। তিনি বলেন, ‘গত গ্রীষ্মটা দারুন গিয়েছে আমার। আগামী ডিসেম্বরে বিশ্বের সেরা বোলিং ভারতীয় বোলারদের বিপক্ষে খেলতে হবে। আশা করছি ভাল করবো। সিডনি টেস্ট ও ভারতে গিয়ে সীমিত ওভারের ক্রিকেটে তাদের বোলারদের খেলার অভিজ্ঞতা রয়েছে আমার।’
এখন পর্যন্ত ভারতের বিপক্ষে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন লাবুশেন। ২০১৮-১৯ মৌসুমে হওয়া সিরিজের একটি ম্যাচ। যেটি হয়েছিল সিডনিতে।