আজকের খেলা ডেস্ক:
করোনাভাইরাসের কারণে সোমবার (২০ জুলাই) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী অক্টোবর-নভেম্বরে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বছর বিশ্বকাপ না হলে পরপর দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও ভারতে। তবে কোনো বিশ্বকাপের আয়োজক কারা তা চূড়ান্ত হয়নি। আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই সিদ্ধান্ত হবে ২০২১ ও ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কারা হবে।
করোনায় এ বছর বিশ্বকাপ স্থগিত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ক্রিকেট দর্শকরা। বিশেষ করে যারা অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ দেখার জন্য টিকিটি কেটেছিলেন তারা। তবে তাদের সুখবর জানাল আইসিসি।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি অস্ট্রেলিয়ায় হয়, তাহলে এ বছর যারা টিকিট কেটেছিলেন তারা সেই টিকিট দিয়েই বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। আর যদি অস্ট্রেলিয়া ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হয় তাহলে টিকিটের মূল্য ফেরত দেয়া হবে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত টিকিটের দাম ফেরতের জন্য আবেদন করা যাবে।