আজকেরে খেলা ডেস্ক:
টেস্টের সেরা অলরাউন্ডার হয়েছেনে ইংল্যান্ডের পেস অলরাউন্ডার বেন স্টোকস। এসময় তিনি পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারকে। এছাড়া ব্যাটিং র্যাংকিংয়ে টেস্টের ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানে উঠে এসেছেন তিনি। ব্যাটিং র্যাংকিংয়ে ৮২৭ পয়েন্ট নিয়ে স্টিভ স্মিথ ও বিরাট কোহলির পরে আছেন তিনি। যৌথভাবে মার্নাস লাবুশানে ও বেন স্টোকস আছেন তিনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের দ্বিতীয় ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন স্টোকস। প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে ৫৭ বলে হার না মানা ৭৮ রানের ইনিংস খেলেছেন এই পেস অলরাউন্ডার। এছাড়া দুই ইনিংসে নিয়েছেন তিন উইকেট। এতেই টেস্টের বিশ্ব সেরা অলরাউন্ডার হয়ে গেছেন তিনি।
দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে হোল্ডারের চেয়ে অলরাউন্ডার র্যাংকিংয়ে ৫৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন স্টোকস। দ্বিতীয় টেস্ট শেষে ৩৪ পয়েন্টে এগিয়ে গেছেন ইংলিশ অলরাউন্ডার। নিজে তুলেছেন ৪৯৭ পয়েন্ট। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার জ্যাক ক্যালিসের ৫১৭ পয়েন্টের পরে যা সর্বোচ্চ।
এছাড়া জেসন হোল্ডারের দীর্ঘ ১৮ মাসের টেস্ট র্যাংকিং সেরার রাজত্ব কেড়েছেন বেন স্টোকস। ২০০৬ সালে অ্যান্ডু ফ্লিনটপের পরে দ্বিতীয় ইংলিশ অলরাউন্ডার হিসেব দুইয়ে উঠেছেন। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর দ্বিতীয় টেস্টে বেন স্টোকস কীর্তিতে ১১৩ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড।