আজকের খেলা ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভকে দুর্দান্ত এক প্রার্থী মনে করছেন কুমার সাঙ্গাকারা। সম্প্রতি আইসিসির চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছেন শশাঙ্ক মনোহর। মনোহরের পদত্যাগের পর সম্ভাব্য আইসিসি চেয়ারম্যান হিসেবে উঠে আসছে সৌরভের নাম। যদিও তিনি নিজে এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি। আইসিসির আগামী সভাপতি পদে সৌরভ গাঙ্গুলীকে সমর্থন দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও সৌরভকে সমর্থন দিয়েছেন।
সাঙ্গাকারা বলেছেন, ‘আমার মনে হয় সৌরভ গাঙ্গুলী পরিবর্তন আনতে পারবে। আমি দাদার অনেক বড় ফ্যান। আর সেটা শুধু ক্রিকেটার হওয়ার কারণেই নয়। আমার মনে হয় সৌরভের একটা দুর্দান্ত ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। তার হৃদয়ে ক্রিকেটের স্বার্থই সবার আগে থাকে। আর সেটা বিসিসিআই প্রেসিডেন্ট বা ইসিবি বা শ্রীলঙ্কা ক্রিকেট বা অন্য কোনো দেশের বোর্ড বা আইসিসি- যে দায়িত্বই নিতে হোক না কেন।’
কুমার সাঙ্গাকারা আরও বলেছেন, ‘এই পদের জন্য মানসিকতা পুরোপুরি আন্তর্জাতিক হওয়া উচিত। আমি কোথা থেকে আসছি, তা ভেবে পক্ষপাতিত্ব করা ঠিক নয়। আমি ভারতীয় বা শ্রীলঙ্কান হই বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড থেকে আসি না কেন, এটা বুঝতে হবে যে, আমাকে সবগুলো ক্রিকেট খেলুড়ে দেশের স্বার্থে কাজ করতে হবে।’
সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়ার পেছনে যুক্তি দেখিয়ে সাঙ্গাকারা বলেছেন, ‘ক্রিকেট খেলার ভিত্তি হলো সমর্থক এবং বিশ্ব জুড়ে থাকা দর্শক। আমার মনে হয় সৌরভ এই দায়িত্ব খুব ভালেভাবে পালন করবে। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার আগেই সৌরভের কাজ আমি লক্ষ্য করেছি। এমনকি প্রশাসক হিসেবে কাজ করার আগেও সে বিশ্বজুড়ে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করত। তাকে এমসিসি ক্রিকেট কমিটিতেও দেখেছি। আমার কোনো সন্দেহ নেই যে, আইসিসি চেয়ারম্যান পদে সৌরভই যোগ্য।’