আজকের খেলা ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্পন্সরশিপে থাকছে না চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি ভিভো। চুক্তি অনুযায়ী আগামী বছর পর্যন্ত আইপিএলের স্পন্সর করার কথা ছিল ভিভোর। মেয়াদের আগেই কোম্পানিটি সরে গেল।
জুন মাসে লাদাখ সীমান্তে চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা সদস্য নিহত হন। এরপর থেকেই ভারতজুড়ে চীনের পণ্য বয়কটের দাবি ওঠে। গত রোববার (২ আগস্ট) আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় চীনের মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে চুক্তি অনুযায়ী টাইটেল স্পন্সর হিসেবে রেখে দেয়ার সিদ্ধান্ত হয়।
ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠায় নিজেরাই চলতি বছর আইপিএলের স্পন্সর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভিভো। যে কারণে আগামী তিন দিনের মধ্যেই নতুন স্পন্সরের জন্য টেন্ডার চেয়ে বিবৃতি দিয়েছে বিসিসিআই৷
২০১৭ সালে চীনের মোবাইল সংস্থা ভিভোর সঙ্গে আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে পাঁচ বছরের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর বিসিসিআইকে ৪৪০ কোটি টাকা দিয়ে আসছে ভিভো।