আজকের খেলা ডেস্ক:
অনিশ্চয়তার খেলা ক্রিকেট। কখন কাকে চূড়ায় তুলবে আবার ফেলে দেবে খাদে বলা মুশকিল। এমন পরিস্থিতিরই মুখোমুখি পাস্তানি ওপেনার শান মাসুদ। প্রথম ইনিংসে ১৫৬ আর দ্বিতীয় ইনিংসে শূন্য। আগেরদিন ক্যারিয়াসেরা ইনিংসে ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করা পাকিস্তানি ওপেনার টানা দ্বিতীয়বার স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হন।
এই গ্রীষ্মে এটি ব্রডের ২০তম উইকেট। শুক্রবার ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয়দিন পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায়।
এর আগে স্পিনার ইয়াসির শাহ’র চার উইকেটে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১৯ রানে। দুই পাকিস্তানি লেগ-স্পিনার শাহ (৪/৬৬) ও শাদাব খান (২/১৩) নেন ছয় উইকেট। ইংল্যান্ডের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান পোপ ৬২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান উইকেটকিপার-ব্যাটসম্যান বাটলারের। ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন ব্রড। প্রথম ইনিংসে পাকিস্তান লিড পায় ১০৭ রানের।
বেন স্টোকসের কল্যাণে সাত রানে ‘জীবন’ পাওয়া অপর পাক ওপেনার আবিদ আলী ২০-এ থামেন। শান মাসুদের মতো বাবর আজমও দ্বিতীয় ইনিংসে মুকুলেই ঝরে গেলেন। প্রথম ইনিংসে ৬৯ রান করা বাবর এবার ক্ষান্ত দেন পাঁচ রানে। ইংলিশ পেসার ক্রিস ওকস নিজের প্রথম ওভারেই পেয়ে যান বড় সাফল্য। স্লিপে এবার আর ক্যাচ নিতে ভুল করেননি স্টোকস। পাকিস্তান তখন ৩/৪৮। প্রথম ইনিংসের পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে খুঁজে পাওয়া যায়নি।
৬৬ রানেই চার উইকেট হারিয়ে তার প্রমাণ দেয় সফরকারীরা। বাবরের পর অধিনায়ক আজহার আলীও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮ রানে লেগ বিফোর হন তিনি। তার ঘাতকও ওকস।
চা-বিরতির পর এ নিয়ে তিন উইকেট হারায় পাকিস্তান। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ আট উইকেটে ১৩৭ রান। সফরকারীদের লিড ২৪৪। হাতে রয়েছে তাদের দ্বিতীয় ইনিংসের দুই উইকেট। ইয়াসির শাহ ১২ রানে অপরাজিত। ব্রড, ওকস ও স্টোকস দুটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস ৩২৬ (শান মাসুদ ১৫৬, বাবর আজম ৬৯, শাদাব ৪৫। ব্রড ৩/৫৪, আর্চার ৩/৫৯)। ইংল্যান্ড প্রথম ইনিংস ২১৯ (পোপ ৬২, বাটলার ৩৮, ওকস ১৯, ব্রড ২৯*। আব্বাস ২/৩৩, ইয়াসির ৪/৬৬, শাদাব ২/১৩)। পাকিস্তান দ্বিতীয় ইনিংস ১৩৭/৮ (আবিদ ২০, আজহার ১৮, আসাদ শফিক ২৯, রিজওয়ান ২৭, শাদাব ১৫, ইয়াসির ১২*। ব্রড ২/২৩, ওকস ২/১১, স্টোকস ২/১১)।