আজকের খেলা ডেস্ক:
ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন গৌতম গম্ভীর। নেতৃত্ব দিয়ে একাধিকবার আইপিএল ট্রফি জিতিয়ে দেন কলকাতা নাইট রাইডার্সকে।
ক্রিকেট ছেড়ে রাজনীতিতে অংশ নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সংসদ সদস্য হয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় সাবেক এই তারকা ওপেনারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ ইরফান।
সম্প্রতি পাকিস্তানের এক ইউটিউব চ্যানেলে ইরফান বলেছেন, ২০১২ সালে ভারতের বিপক্ষে আমি দুর্দান্ত গতিতে বল করছিলাম। গম্ভীর আমার বল দেখতেই পারছিল না। ও আমার বাউন্সার সামলাতে হিমশিম খাচ্ছিল, তাতে সবাই বলাবলি করছিল- গৌতমের ব্যাটিং গম্ভীরসুলভ লাগছে না।
৭ ফুট লম্বা পাকিস্তানের এই তারকা পেসার আরও বলেছেন, আমার গতি আর উচ্চতা ওকে বেশ সমস্যায় ফেলছিল। সেই সিরিজের পরেই ওকে দল থেকে বাদ দেয়া হয়। সেখান থেকেই বিষয়টা বুঝতে পারি।
ভারতের বিপক্ষে সেই টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ ড্র করার পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে পাকিস্তান।
সেই সিরিজের স্মৃতিচারণ করে পাকিস্তানের এই তারকা পেসার আরও বলেছেন, যখনই ভারত-পাকিস্তান ম্যাচ হয় তখনই আলাদা উত্তেজনা কাজ করে। যারা পারফর্ম করে তারা হিরো আর যারা ব্যর্থ হয় তারা রাতারাতি জিরো হয়ে যায়।
শুধু গম্ভীরই নন, বিরাট কোহলিও মোহাম্মদ ইরফানের পেস আক্রমণ বুঝতে সমস্যায় পড়েছেন। কোহলি প্রসঙ্গে মোহাম্মদ ইরফান বলেছেন, ড্রেসিংরুমে কোহলিকে বলা হয়েছিল- ইরফান নাকি ১৩০-১৩৫ কিমি. গতিতে বল করেন। কোহলি ব্যাট করতে নামার পরে প্রথম বলটাই ১৪৫-১৪৬ কিমি. গতিতে করি। তার পরের বলটাই ছিল ১৪৭ কিমি.। আমার বলের গতি দেখে কোহলি তার সতীর্থকে জিজ্ঞেস করে- ‘এ কেমন মিডিয়াম পেসার যে এত দ্রুতগতিতে বল করে।’