আজকের খেলা ডেস্ক:
বঙ্গন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা ছিল সাফের তেরোতম আসর। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু করোনাভাইরাসের কারণে সাফের এই আসর আপাতত স্থগিত করা হয়েছে। সাফের সাত দেশের ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকদের অনলাইন সভায় আজ (২৯ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্টটি আগামী বছর যে কোনো সময়ে আবারও বাংলাদেশেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল গণমাধ্যমকে জানান, ‘সাফের সূচি নিয়েই মূলত আলোচনা হয়েছে। এ বছর সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। কিন্তু সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী বছর কবে টুর্নামেন্ট হবে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে।’
এ ছাড়া সাফের বেশ কয়েকটি বয়সভিত্তিক টুর্নামেন্টও আয়োজন করার কথা ছিল এ বছর। সেগুলোর ভাগ্যও ঝুলে রইল এখন। সাফের সাধারণ সম্পাদক অবশ্য ডিসেম্বরে এই টুর্নামেন্টগুলো করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমরা সাফের বাকি তিনটা টুর্নামেন্ট নিয়েও আলোচনা করেছি। এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আবারও একটা সভা করব। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ডিসেম্বরে দু-একটা টুর্নামেন্ট আয়োজন করব। আর সেটা না হলে এই টুর্নামেন্টগুলোও স্থগিত করা হবে আগামী বছরের জন্য।’
একে/কা