আজকের খেলা ডেস্ক:
শিরোপা জয়ের আরও কাছে পৌছল রিয়াল মাদ্রিদ। গ্রানাডার বিপক্ষে জয় পেয়েছে ২-১ গোলে। করোনা পরবর্তী জিনেদিন জিদানের শিষ্যরা ১১টি ফাইনাল লক্ষ্য ধরে নেমেছিল। নয়টি ফাইনালই তারা জয় করেছে। সেই হিসেবে তাদের সামনে বাকি এখনও দুই ফাইনাল।
তবে শেষ ম্যাচ পর্যন্ত নয়, রামোস-বেনজেমারা আগামী বৃহস্পতিবার রাতের ম্যাচেই নিশ্চিত করতে চান লা লিগা শিরোপা। ওই দিন রাতের ম্যাচে বার্সেলোনাসহ নামবে নয়টি দল। তবে শিরোপার ম্যাচে লস ব্লাঙ্কোসদের দিতে হবে কিছুটা বড় পরীক্ষা। কারণ খেলতে হবে টেবিলে পাঁচে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে। ওই ম্যাচ জিতলেই শিরোপা উঠবে জিদানের শিষ্যদের হাতে।
সোমবার (১৩ জুলাই) রাতের ম্যাচে গ্রানাডার বিপক্ষে দারুণ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। শুরুর ১০ মিনিটের মাথায় গোল করেন রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডি। রিয়াল মাদ্রিদের হয়ে এটি তার প্রথম গোল। এছাড়া মেন্ডির গোল দিয়ে মৌসুমে রিয়ালের ২১ জন আলাদা আলাদা ফুটবলার গোল করার রেকর্ড গড়েছেন। এই দশকে যা অন্য ক্লাব দেখাতে পারেনি।
মেন্ডির গোলের ঠিক পরেই জালে বল জড়ান রিয়াল মাদ্রিদের ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমা। ১৬ মিনিটের মাথায় গোল করেন তিনি। এরপর আর সুবিধা করতে পারেনি ব্লাঙ্কোসরা। বরং ৫০ মিনিটে এক গোল করে রিয়ালকে চাপে ফেলে দেয় গ্রানাডা। ওই চাপ থেকেই ম্যাচটা শেষ করেছেন রামোসরা। তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। শেষ দুই ম্যাচে রিয়াল দুই পয়েন্ট পেলেই শিরোপা উঠবে ঘরে।
রিয়াল অধিনায়ক রামোস অবশ্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করার কথা ভাবছেন না, ‘আমরা এখনও কিছুই জিতিনি। তবে দলের শিরোপা ক্ষুধা আপনারা দেখতেই পাচ্ছেন। শিরোপা আমাদের হাতের নাগালে। তবে তা ছুঁতে এখনও আমাদের পয়েন্ট অর্জন করতে হবে। আশা করছি আগামী বৃহস্পতিবারই এটা ঘরে তুলতে পারবো।’