আজকের খেলা ডেস্ক:
কিনারে এসে তরী ডুবেছে বার্সেলোনার। করোনা প্রাদুর্ভাবের আগে লা লিগায় এগিয়ে থেকেও শিরোপা হারিয়েছে ক্লাবটি। দায়টা বেশি সেতিয়েনের ওপরই পড়ছে। অল্প ক’দিন বার্সার দায়িত্ব নিয়ে ফুটবলারদের সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে তার। তাই কোচ কিকে সেতিয়েনের জায়গা নড়বড়ে হয়ে গেছে।
সাবেক রিয়াল বেটিস কোচ কিকে সেতিয়েনকে তাই বরখাস্তের দাবি উঠে গেছে। সাবেক বার্সেলোনা তারকা রিভালদো সেটা প্রকাশ্যেই বলেছেন। বরখাস্ত চেয়েছেন সেতিয়েনের। গুঞ্জন উঠেছে তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাট্রিক ক্লুইভার্ট।
বার্সেলোনায় তিনি ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত খেলেছেন। কাতালানদের হয়ে ১৮২ ম্যাচে ৯০ গোল করেছেন। কম নয়। এছাড়া মিলান-ভ্যালেন্সিয়ার জার্সি গায়ে চাপিয়েছেন নেদারল্যান্ডসের সাবেকএই স্ট্রাইকার।
বর্তমানে তিনি বার্সেলোনা একাডেমির পরিচালক। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো তাই জানিয়েছে, ক্লুইভার্টকে কোচ করার কথা ভাবছে বার্সেলোনা।
কাতালান ডাগ আউটে এরনেস্তো ভালভার্দে চূড়ান্ত সাফল্য পাননি। বার্সাকে জেতাতে পারেননি চ্যাম্পিয়নস লিগ। বরং তার রক্ষণাত্মক কৌশলের কারণে রোমা এবং লিভারপুলের বিপক্ষে টানা দু’বার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের প্রথম লেগে বার্সা এগিয়ে থেকেও বিদায় নিয়েছিল। কিকে সেতিয়েন তো ভাঙা মৌসুমে দায়িত্ব নিয়ে পুরোপুরি ফ্লপ।
এবার তাই বার্সার খেলার ধরনের সঙ্গে সরাসরি পরিচিত এমন কাউকে কোচ করার কথা ভাবছে স্প্যানিশ ক্লাবটি। ক্লুইভার্ট এগিয়ে আছেন এখানে। তিনি বার্সা একাডেমির দায়িত্ব পালন করছেনই। আছে আগেও টুকটাক কোচিং করানোর অভিজ্ঞতা।
বার্সার সাবেক কোচ লুই ফন গালের সহকারী কোচ হিসেবে ২০১৪ সালে দায়িত্ব পালন করেছেন তিনি। ফন গাল তখন নেদারল্যান্ডসের হেড কোচ। তার অধীনে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ডাচরা তৃতীয় স্থান অধিকার করে। ফন গালের সঙ্গে ২৯ ম্যাচে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এছাড়া কিউরাসাও জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন ক্লুইভার্ট।