আজকের খেলা ডেস্ক:
এবার রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ করোনা পজিটিভ হয়েছেন। করোনা শনাক্ত হওয়ার পরে তিনি স্বেচ্ছা আইসোলেশনে গেছেন।
আগামী ৭ আগস্ট রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে। ইংল্যান্ড ভ্রমণের আগে রিয়াল তাই নতুন করে করোনা পরীক্ষা করাচ্ছে। তাতেই করোনা শনাক্ত হয়েছেন এই ফুটবলার।
করোনা শনাক্ত হলেও মারিয়ানো দিয়াজ নিশ্চিত করেছেন, তিনি রিয়ালের কোনো ফুটবলার কিংবা কোনো স্টাফের সংস্পর্শে আসেননি।
রিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, শারীরিকভাবে পুরোপুরি ঠিক আছেন দিয়াজ। নিজের ইনস্টাগ্রামে দিয়াজও জানিয়েছেন তিনি সুস্থ আছেন, ‘বাসাতেই চিকিৎসা নিচ্ছি। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে যাবো।’
স্পেনে দ্বিতীয় দফায় করোনা শনাক্তের হার বেড়েছে। স্পেন থেকে ইংল্যান্ডে গেলে তাই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে ইংল্যান্ড সরকার। তবে রিয়াল মাদ্রিদ দলকে ওই শর্ত মানতে হবে না। ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা।