আজকের খেলা ডেস্ক:
এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে না- কথাটি একদিন জানিয়েছেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ইনস্টাগ্রামের এক ভিডিও অনুষ্ঠানে। তিনি বলেছিলেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সৌরভের মন্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়ে সে বিভ্রান্তি আজ (৯ জুলাই) দূর করে দিয়েছে এসিসি নিজেই।
এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করা যাচ্ছে না। ২০২১ সালে এটি আয়োজনের চেষ্টা চালাবে এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এশিয়া কাপ আয়োজনের কথা ছিল। কিন্তু ভ্রমণনিষেধাজ্ঞা, দেশে দেশে হোম কোয়ারেন্টিনের বিভিন্ন নিয়ম, মৌলিক স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের মধ্যে এশিয়া কাপ আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর বাইরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কর্মকর্তা, পৃষ্ঠপোষকদের স্বাস্থ্য ঝুঁকিও একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এসব বিবেচনায় নিয়ে এসিসি ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত ঘোষণা করছে।’
২০২১ সালের আয়োজন নিয়ে এসিসি বলেছে, ‘এসিসি এশিয়া কাপ ২০২১ সালে আয়োজনের কথা বিবেচনা করছে। এ মুহূর্তে ২০২১ সালের জুনে এশিয়া কাপ আয়োজনের জন্য সময় বের করা যায় কিনা, সেটা নিয়ে এসিসি কাজ করে যাচ্ছে।’
এবারের এশিয়া কাপে স্বাগতিক হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে যেতে রাজী না থাকায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। এসিসি বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে এশিয়া কাপ হলেও সেটি শ্রীলঙ্কাতেই হবে। পাকিস্তান ২০২২ সালের এশিয়া কাপ আয়োজন করবে।