আজকের খেলা ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের দেহে লন্ডনে বুধবার (৮ জুলাই) রাতে সফল অস্ত্রোপচার হয়েছে। বোর্ডের মিডিয়া ও কম্যুনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পাপন এখন যথেষ্ঠ সুস্থতা অনুভব করছেন। সেখানে তার সঙ্গে আছেন স্ত্রী এবং এক কন্যা।
পাপনের পরিবারের সঙ্গে ইংল্যান্ডে অবস্থান করছেন বিসিবির অন্যতম পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তার বরাত দিয়ে বিসিবি মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস আজ (৯ জুলাই) বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, ‘লন্ডনে বিসিবি সভাপতির সঙ্গে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আমাকে জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং বিসিবি সভাপতি বর্তমানে সুস্থ আছেন।’
প্রোস্টেট গ্রন্থিতে সম্যসা থাকায় ২০১৯ বিশ্বকাপ চলাকালীন লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন নাজমুল হাসান পাপন। ফলো আপের জন্য চলতি বছরের মে মাসে আবারও ইংল্যান্ড সফর করার কথা ছিল। যদিও করোনার প্রকোপে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। ফ্লাইট চালু হলে স্ত্রী ও মেয়েসহ গত ২১ জুন লন্ডনে পৌঁছান। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসকের দ্বারস্থ হন বিসিবি সভাপতি।