আজকের খেলা ডেস্ক:
পাকিস্তানি আম্পায়ার আলিম দার বিশ্বনন্দিত হলেও অনেক বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কাছে নিন্দিত। বেশ কয়েকটি ম্যাচে তার সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলে মনে করেন এসব সমর্থকরা। সেই আলিম দারকে আইসিসি ও পিসিবির কাছে মূল্যায়ন আদবার করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলাইন মুস্তাক।
সাকলাইন আলিম দারকে অসাধারণ প্রতিভাবান আম্পায়ার বলে মত দিয়েছেন সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে। তিনি বলেন, আমি আলিম দারকে স্যালুট জানাই। তিনি একজন অসাধারণ কিংবদন্তি আম্পায়ার। তিনি ক্রিকেটে নিজেকে উজাড় করে দিয়েছেন। ক্রিকেট এবং আইসিসির বড় একজন দূত। তাই আইসিসি এবং পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) উচিত আলিম দারকে সম্মানিত করা।
সে ক্ষেত্রে আলিম দারকে সম্মানিত করতে আইসিসি এবং পিসিবির কাছে বিশেষ আবদার জানিয়েছেন সাকলাইন।
৪৩ বছর বয়সী সাবেক এই স্পিনার বলেন, ‘আমি মনে করি আলিম দারের নামে কিছু স্টেডিয়ামের স্ট্যান্ড কিংবা আম্পায়ার্স রুমের নামকরণ করা যায়। পিসিবি অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে বলে আশা করি। আর আইসিসির অবশ্যই তাকে শ্রদ্ধা জানাতে এমন কিছু করা উচিত।