আজকের খেলা ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন আবার বিয়ে করেছেন। এটি তার দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। শনিবার (১১ জুলাই) ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে মোসাদ্দেক ও তামান্নার বিয়ে সম্পন্ন হয়।
নতুন করে সংসার শুরুর বিষয়টি মোসাদ্দেক নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোসাদ্দেক তার বিয়ের খবর দিয়েছেন। দোয়া চেয়েছেন ভক্ত-সমর্থকদের কাছে।
এর আগে শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার খালাতো বোন সামিরা শারমীনকে ২০১২ সালে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। কিন্তু পারিবারিক বিবাদে ২০১৮ সালে মোসাদ্দেক তার আগের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। মোসাদ্দেক ও তার মা পারুল বেগমের বিরুদ্ধে সামিরা নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে মামলা করেন সামিরা।
ওই মামলায় অভিযোগ আনা হয়, বিয়ের পর সামিরাকে ময়মনসিংহে নিজের বাসায় রেখে মোসাদ্দেক বেশির ভাগ সময় ঢাকায় থাকতেন। এ সময় মোসাদ্দেক অন্য মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। যেজন্য সামিরাকে শারীরিক নির্যাতন করা হয় ও ১০ লাখ টাকা যৌতুক চাওয়া হয়।