আজকের খেলা ডেস্ক:
করোনা পজিটিভ হয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে বলিউড তারকা অভিষেক বচ্চন। গত শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাদের। পরে করোনা পজিটিভ আসে অমিতাভের পুত্রবধূ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া বচ্চন ও তার কন্যা আরাধ্যর।
অমিতাভ বচ্চনের পরিবারের চার জনের করোনা পজিটিভ হওয়ায় ব্যথিত হয়েছে অনেকেই। সেই তালিকায় আছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও বর্তমান দলের পেসার মোহাম্মদ সামি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে টেন্ডুলকার লিখেছেন, ‘নিজের প্রতি যত্ন নেবেন অমিতজি। আপনার সার্বিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছি।’
মোহাম্মদ শামি লিখেছেন, ‘ইনশা আল্লাহ, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে আসবেন। ভারতের জনগণ আপনাদের পাশে আছে।’ অমিতাভের আরোগ্য কামনা করেছেন ভারতীয় স্পিনার হরভজন সিংও। অমিতাভ-অভিষেকের পাশাপাশি সাবেক ক্রিকেটার চেতন চৌহানের সুস্থতা কামনা করেছেন আরেক সাবেক পেসার রূদ্রপ্রতাপ সিং।