আজকের খেলা ডেস্ক:
করেনা নেগেটিভ হয়ে দলে যুক্ত হওয়ার ছাড়পত্র পেলেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার কাশিফ ভাট্টি। ইংল্যান্ডে গিয়েও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ৩৩ বছর বয়সী এই বাঁ-হাতি স্পিনার এরপর সেচ্ছ্বায় আইসোলেশনে যান। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আবার করোনা পরীক্ষা করালে তিনি নেগেটিভ হন।
জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা কাশিফ ইংল্যান্ড সফরে যাওয়ার আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন। ওইবার তার সঙ্গে হায়দার আলী ও পেসার ইমরান খানও করোনা আক্রান্ত হন।
কাশিফের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা নিশ্চিত করে জানান, ইসিবি আরও একবার করোনা পরীক্ষা করানোর পরে রিপোর্ট দেখে তার বিষয়ে পিসিবি পরবর্তী সিদ্ধান্ত নেবে।
তার করোনার ফল নেগেটিভ এসেছে জানিয়ে ইসিবির মূখপাত্র জানান, প্রথমবার তার করোনা পজিটিভ আসার পরে কিছু সন্দেহ থেকে গিয়েছিল। সেজন্য দ্বিতীয়বার করোনা পরীক্ষা করানো হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দল গত ২৮ জুন ইংল্যান্ড সফরে এসেছে। করোনা পরীক্ষায় বেশ কিছু ক্রিকেটার পজিটিভ হওয়ায় সবাই একসঙ্গে ইংল্যান্ড সফরে আসতে পারেননি। কাশিফ ভাট্টিরা পরে করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় ৮ জুলাই ইংল্যান্ডে আসেন। প্রথম দফায় ইংল্যান্ডে আসা ক্রিকেটারদের এরই মধ্যে ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশন শেষ হয়েছে।
এরপর তারা গত সোমবার ডার্বিতে পৌঁছেছেন। আগামী ১ আগস্ট মিসবাহ উল হকের শিষ্যরা ম্যানচেস্টারে যাবেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য। করোনা পরবর্তী ইংল্যান্ড সফরে পাকিস্তান দল তিনটি টেস্ট ও তিনটি টি-২০ খেলবে। প্রথম টেস্ট মাঠে গড়াবে ৫ আগস্ট। টি-২০ সিরিজ শুরু হবে ২৮ আগস্ট।