আজকের খেলা ডেস্ক:
করোনাকালীন ক্রিকেটের জন্য তৈরি করা নিয়ম ভঙ্গ করে আজ (১৬ জুলাই) থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের জন্য ইংল্যান্ডের ১৩ সদস্যের দলে রাখা হয়েছিল আর্চারকে। কিন্তু আজ বৃহস্পতিবার খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে বিবৃতি দিয়ে আর্চারকে বাদ দেওয়া হয়। এই কাণ্ডের জন্য আর্চার ক্ষমাও চেয়েছেন। তবে তার কঠোর সমালোচনা করেছেন মাইক আথারটন।
ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেশ কয়েকটি কারণে এটি খুব নির্বোধের মতো একটি কাজ। প্রথমত, তাকে দলে জায়গা হারাতে হয়েছে। দ্বিতীয়ত, ইংল্যান্ডের পরিকল্পনাগুলি ভণ্ডুল হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। সিরিজ জিততে হলে ম্যাচটা তাদের অবশ্যই জিততে হবে। তৃতীয়ত, ইসিবিও ঝুঁকিতে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের বিপক্ষে ৩টি করে টেস্ট আয়োজনের জন্য তাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে।’
আর্চার কোন ধরনের নিয়ম ভেঙেছেন তা পরিস্কার করে বলেনি ইসিবি। আজ সকালে এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আর্চারকে এখন পাঁচদিনের আইসোলেশনে থাকতে হবে। এরপর দুটি টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে। সেটা আইসোলেশন পিরিয়ড শেষ হলেই করা হবে। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ দলকে জানানো হয়েছে এবং আমাদের পদক্ষেপে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে।’
এরপর নিজের দোষ স্বীকার করে আর্চার বলেছেন, ‘যা করেছি তাতে আমি খুবই দুঃখিত। আমি শুধু নিজেকে না, পুরো দলকে বিপদে ফেলেছি। আমার ভুলের সব দায়ভার স্বীকার করছি। এবং যারা বায়ো সিকিউর আবহে আছেন, সবার কাছে ক্ষমা চাইছি। টেস্ট ম্যাচ থেকে বাদ পড়ে খুবই খারাপ লাগছে, বিশেষ করে এখন সিরিজের যে অবস্থা। আমি দুই দলকেই হতাশ করেছি। আবারও বলছি দুঃখিত।’