আজকের খেলা ডেস্ক:
বৈশ্বিক মহামারী করোনায় অসহায় শিশুদের খাবারের ব্যবস্থা করতে নিজের ব্যাট ও গোলাপি রঙের ওয়ানডে জার্সি নিলামে তুলতে যাচ্ছেন ফাফ ডুপ্লেসিস।
আজ শনিবার (১৮ জুলাই) সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে ব্যাট ও জার্সির ছবিসহ দেওয়া পোস্টে ডুপ্লেসিস জানান, নিলাম থেকে পাওয়া পুরো অর্থ যাবে তার হিলসং আফ্রিকা ফাউন্ডেশনে। যারা ক্ষুধার্ত শিশুদের খাবারের জন্য দক্ষিণ আফ্রিকান মুদ্রায় ৫ লাখ র্যান্ড সংগ্রহ করার অভিযানে নেমেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের এই দুটি ক্রিকেটীয় সরঞ্জামের নিলাম হবে ‘অল ইন আফ্রিকা’ নামের ওয়েবসাইটে।
করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে ষষ্ঠ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে তিন লাখের ওপর মানুষ। মৃত্যু ৫ হাজারের কাছাকাছি। এই কঠিন সময়ের শুরু থেকেই অসহায়দের পাশে আছেন ডুপ্লেসিস। এরই মধ্যে নিজ দেশের ৩৫ হাজার শিশুর খাবারের জন্য একটি চ্যারিটির মাধ্যমে তিনি ও তার স্ত্রী মিলে অর্থ সংগ্রহ করেছেন।