আজকের খেলা ডেস্ক:
বিশ্বের ২৫ বছর বা তার কম বয়সী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা টেস্ট একাদশ বেছে নেয়া ক্রিকেটের বাইবেলখ্যাত সাময়িকী উইজডেনের তালিকায় নেয় বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।
অল্পের জন্য এই একাদশে তার ঠাঁই হয়নি বলে জানিয়েছে উইজডেন।
মিরাজকে কেন বাদ দেয়া হয়েছে, সে ব্যাখ্যাও দিয়েছে উইজডেন। তারা জানিয়েছে, আফগান লেগি রশিদ খানকে মূল দলে জায়গা দিতে মিরাজকে ছেঁটে ফেলতে হয়েছে। বিচারক প্যানেল দলে পাঁচজনের বোলিং আক্রমণে স্বাধীনতা দিতে চেয়েছে। আর সেখানে রশিদের কাছে অল্প ব্যবধানে হেরে গেছেন মিরাজ।
একাদশ থেকে বাদ দিলেও মিরাজের প্রশংসায় কার্পণ্য করেনি উইজডেন।
সাময়িকীটি লিখেছে– ‘অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ঘূর্ণিজাল ছড়িয়েছে মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে তার আগমনের প্রায় চার বছর হয়ে গেছে। মাত্র ২২ বছর বয়স তার, এরই মধ্যে দুবার ম্যাচে ১২ উইকেট পেয়েছেন, চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছানোর আর মাত্র ১০ উইকেট দূরত্বে তিনি।’
উইজডেনের এই সেরা টেস্ট একাদশে বাদপড়াদের তালিকায় মিরাজের অবস্থান দ্বিতীয়তে। বাদপড়াদের মধ্যে প্রথমে রয়েছেন টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৪ রান করা ভারতের ২০ বছর বয়সী ব্যাটসম্যান পৃথ্বী শ।