আজকের খেলা ডেস্ক:
‘খেলা যখন প্রতিকূল পরিস্থিতিতে, তখন ব্যাটিং-বোলিং দুটোই বাদ রেখে আফ্রিদি একজন ‘দুধভাত’ খেলোয়াড়ে পরিণত হতেন’- এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন তার এক সময়ের সতীর্থ দেশটির সাবেক অধিনায়ক আমির সোহেল।
১৯৯৯ সালের বিশ্বকাপে শহীদ আফ্রিদির পারফরম্যান্স নিয়ে এ কটাক্ষ করেছেন আমির।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় আমির সোহেল বলেছেন, ‘১৯৯৮ সালে আমি যখন অধিনায়ক ছিলাম, তখন নির্বাচকমণ্ডলী ঠিক করেছিল, বিশ্বকাপে এমন একজন নিয়মিত ওপেনার বাছাই করা হবে যে কিনা উইকেটে টিকে থাকতে পারবে এবং নতুন বলের বিপক্ষে রানও করতে পারবে।’
এর পর আমির বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শহীদ আফ্রিদিকে বাছাই করি। আমাদের ধারণা ছিল– লো বাউন্সিং উইকেটে সে হয়তো মেরে খেলতে পারে। তার আগের সব পারফরম্যান্স এমনটিই জানান দিচ্ছিল। কিন্তু বিশ্বকাপে দেখলাম, যখন কন্ডিশন বিরুদ্ধে থাকে, তখন সে ব্যাটিংও করতে পারেনি। বোলিংও ঠিকভাবে হয়নি। ওই বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কিছুই পারত না আফ্রিদি।
আমির আরও বলেন, বিশ্বকাপে ওয়াসিম আকরাম অধিনায়ক ছিলেন। আমি অধিনায়ক থাকলে ওপেনার হিসেবে তখন মোহাম্মদ ইউসুফকে পাঠাতাম।
শহীদ আফ্রিদিকে নিয়ে এমন মন্তব্যের পেছনে আমির সোহেলের যথেষ্ট যুক্তি রয়েছে। আফ্রিদি সেই বিশ্বকাপজুড়ে করেছেন ১৩.২৮ গড়ে সর্বসাকল্যে ৯৩ রান।