আজকের খেলা ডেস্ক:
চোট পেয়েছেন আঁতোয়ান গ্রিজম্যান। এতে বার্সেলোনার হয়ে বাকি বাকি মৌসুম তার খেলা অনিশ্চিত। ফরাসি এই স্ট্রাইকার উরুর ইনজুরিতে পড়েছেন। রোবার (১২ জুলাই) ক্লাবটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার ভায়াদোলিডের বিপক্ষে ম্যাচের মাঝপথেই মাঠের বাইরে চলে যান বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।
বার্সেলোনার কোচ কুইকি সেতিয়েন বলেন, ‘সমস্যা বোধ করায় তিনি বাইরে চলে গেছেন। তাকে জিজ্ঞেস করেই বদলি করা হয়েছে।’
বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, ‘আজ সকালে পরীক্ষা করার পর তার ডান পায়ের পেশীর ইনজুরি ধরা পড়েছে। এই মুহূর্তে তাই তাকে একাদশের জন্য নির্বাচন করা হবে না।’
২৯ বছর বয়সি এই ফরাসি তারকা চলতি মৌসুমে বার্সার হয়ে ৪৬ ম্যাচে গোল করেছেন ১৫টি। এই ইনজুরির কারণে লা লিগায় বার্সেলোনার শেষ ম্যাচগুলোতে খেলতে পারছেন না গ্রিজম্যান।
আগামী ৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ২য় লেগের ম্যাচেও পাওয়া যাবে না তাকে। করোনা লকডাউনের আগে নাপোলির বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল কাতালান জায়ান্টরা।