আজকের খেলা ডেস্ক:
স্বদেশি কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১১৬ দিন পর ফেরা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই এই কীর্তি ঘটান। করোনার মধ্যেই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাউদাম্পটন টেস্ট দিয়ে আবারো মাঠে ফিরে ক্রিকেট। পুর্নজন্মের প্রথম ক্রিকেট ম্যাচে দারুন এক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
জেসন হোল্ডারের নেতৃত্বে ক্যারিবীয়রা ৪ উইকেটে পেয়ে যায় মধুর জয়। আর এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে গেছেন হোল্ডার। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে হোল্ডারের এটি ১১তম জয়। আর দলনেতা হিসেবে ১০ টেস্টে জয়ের স্বাদ পেয়েছিলেন লারা। ক্রিকেটের বরপুত্রের নেতৃত্বে ৪৭ টেস্টে ১০টিতে জয়, ২৬টিতে হার ও ১১টি ড্র করেছে উইন্ডিজ।
লারার চেয়ে ১৪টি ম্যাচে কম নেতৃত্ব দিয়েই তাকে টপকে গেছেন হোল্ডার। ৩৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১১টিতে। পাশাপাশি ১৭টিতে হার ও ৫টি ড্রও রয়েছে। ১১টি জয়ে তার নাম লেখা হলো স্যার রিচি রির্চাডসনের পাশে। ওয়েস্ট ইন্ডিজকে ২৪ টেস্টে নেতৃত্ব দিয়ে ১১টি জয়, ৬টি হার এবং ৭টি ড্র করেছেন রিচার্ডসনের। উইন্ডিজের হয়ে টেস্টে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ক্লাইভ লয়েডের। তার নেতৃত্বে ৭৪টি টেস্টের মধ্যে ৩৬টিতে জয়, ১২টি হার ও ২৬টি ড্র করে ক্যারিবীয়ানরা।