আজকের খেলা ডেস্ক:
ইংল্যান্ড সফরের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ব্যাটসম্যান উসমান খাজা ও অল-রাউন্ডার মার্কাস স্টয়নিস। কিন্তু আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত প্রাথমিক দলে ডাক পেলেন খাজা ও স্টয়নিস দুজনেই। আগামী মাসে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে দলটি অনুশীলন শুরু করবে।
গত গ্রীষ্মে খারাপ পারফরমেন্সের কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন খাজা-স্টয়নিস। বাদ পড়লেও দলে ফিরেছেন তারা। মিডল-অর্ডারে ব্যাক-আপ খেলোয়াড় হিসেবেই দলে সুযোগ পেয়েছেন তারা। কারণ করোনা চলাকালীন সিরিজ চলবে। ওই সময় দলে ব্যাক-আপ খেলোয়াড়ের প্রয়োজনীয়তা বেশি থাকবে।
খাজা-স্টয়নিসের সাথে প্রায় এক বছরের বেশি সময় পর দলে ফিরেছেন ব্যাটসম্যান ট্রাভিস হেড। এছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রাইলি মেরেডিথ, জশ ফিলিপ ও ড্যানিয়েল স্যামস। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার সূচি ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে সেটি স্থগিত করা হয়। ক্রিকেটের অন্যান্য দেশ অনুশীলনে ফেরায় এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ২২গজের লড়াইয়ে ফেরায় নিজেদের আর গুটিয়ে রাখতে পারলো না অস্ট্রেলিয়াও।
অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্পের দল : অ্যারন ফিঞ্চ, শেন অ্যাবট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, উসমান খাজা, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, নাথান লিঁও, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মাইকেল নেসার, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, ডি’আর্চি শর্ট, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, এন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।