আজকের খেলা ডেস্ক:
টেস্ট খেলার মেজাজটা বেশ ভালোই আছে পাকিস্তানের ওপেনার শান মাসুদের। ইংল্যান্ডের বাউন্সি পিচেও তিনি দেখাচ্ছেন, ধৈর্য ধরলে সব জায়গায়ই রান করা যায়। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২শর বেশি বল খেলেছেনশান মাসুদ। যার মাধ্যমে তিনি স্পর্শ করলেন ২৪ বছর আগের পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের গড়া রেকর্ড।
ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৬ সালে পাকিস্তানি ওপেনার হিসেবে ২শর বেশি বল খেলেছিলেন সাঈদ আনোয়ার। এরপর আর কোনো ওপেনারই ইংল্যান্ডের মাটিতে ২শর বেশি বল মোকাবেলা করতে পারেননি। ১৯৯৬ সালে ওভালে ২৬৪ বলে ২৬টি চারে কিংবদন্তি ব্যাটসম্যান সাঈদ আনোয়ার করেছিলেন ১৭৬ রান। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইতোমধ্যে তিনশর বেশি বল খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাসুদ।
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্টে অ্যান্ডারসন-ব্রডদের তোপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন মাসুদ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। পাকিস্তানি ওপেনার ৩০২ বলে ১৬ বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৩১* রানে। তার ব্যাটে চড়েই এগোচ্ছে পাকিস্তান। দারুণ খেলতে থাকা বাবর আজম ৬৯ রানে সাজঘরে ফেরার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।