আজকের খেলা ডেস্ক:
বৃহস্পতিবার (৬ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডের ‘লর্ড’ টানা তৃতীয় ইনিংসে সেঞ্চুরি পেলেন পাকিস্তানি ব্যাটসম্যান শান মাসুদ। টেস্টে সেঞ্চুরির হ্যাটট্রিক করা এই পাকিস্তানি ব্যাটসম্যান ষষ্ঠ বিপক্ষ ওপেনার হিসেবে ইংল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে ১৫০ ছাড়িয়ে গেলেন। ইংল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি ওপেনারও তিনি।
পাকিস্তানি ব্যাটসম্যান শান মাসুদ কী দারুণ ইনিংসই না খেললেন। অপর প্রান্তে যখন উইকেট পড়ছে, শান তখন বাইশ গজে জাঁকিয়ে বসেছেন। প্রথম টেস্টের দ্বিতীয়দিনের শুরুতে সফরকারীদের তারকা ব্যাটসম্যান বাবর আজম ফিরে যাওয়ার পর শান হয়ে ওঠেন পাকিস্তানের ব্যাটিং সম্রাট। তার ১৫৬ পাকিস্তানকে পৌঁছে দেয় ৩২৬ রানে।
৪৭০ মিনিট ক্রিজ আঁকড়ে থাকা শান রিভিউ নিয়েছিলেন। বলের লাইনে না যাওয়ার মূল্য দিতে হয় তাকে। ৩১৯ বল খেলে ১৮ চার ও দুই ছয়ে নিজের ঐশ্বর্যময় ইনিংস সাজান তিনি। ইংল্যান্ড স্বস্তির নিঃশ্বাস ফেলে শেষতক তাকে ফিরিয়ে দিয়ে।
এতে চাপা পড়ে গেছে বাবর আজমের ৬৯ এবং শাদাব খানের ৪৫ রানের ইনিংস। দুই বলে দুই উইকেট নেয়া জফরা আর্চারের ঝুলিতে জমা হয় তিন উইকেট। তার থেকে পাঁচ রান কম দেয়া স্টুয়ার্ট ব্রডও পান সমান তিন উইকেট। জবাবে চার উইকেটে ৯২ রানে দ্বিতীয়দিন শেষ করে ইংল্যান্ড। অলি পোপ ৪৬ ও জস বাটলার ১৫ রানে অপরাজিত। প্রথম ইনিংসে এখনও ২৩৪ রানে পিছিয়ে স্বাগতিকরা। দুটি উইকেট নেন মোহাম্মদ আব্বাস।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস ৩২৬ (শান মাসুদ ১৫৬, বাবর আজম ৬৯, শাদাব খান ৪৫। স্টুয়ার্ট ব্রড ৩/৫৪, ক্রিস ওকস ২/৪৩, জফরা আর্চার ৩/৫৯)।
ইংল্যান্ড প্রথম ইনিংস ৯২/৪ (রুট ১৪, অলি পোপ ৪৬*, বাটলার ১৫*। শাহিন আফ্রিদি ১/১২, মোহাম্মদ আব্বাস ২/২৪)।